ভাবীকে হত্যার কথা স্বীকার করেছে ইয়াছিন

 In প্রধান খবর

ভাবীকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে ইয়াছিন। গতকাল বুধবার বিকেলে চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে সে তার ভাবী শারমিন আক্তারকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাতে হত্যা করে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করে। এ তথ্য জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরির্দশক ও শারমিন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মফিজুল ইসলাম। তিনি বলেন, পারিবারিক বিরোধের ক্ষোভ থেকে ইয়াছিন তার ভাবীকে খুন করে। ঘটনার রাতে বড় ভাই ইউসুফের ঘরে ঢুকে ইয়াছিন তার ভাবীর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এ ঘটনায় নিহত শারমিনের স্বামী ইউসুফ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে।
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের চকিদার বাড়িতে মাদ্রাসা শিক্ষক আঃ হালিম মিয়ার ছেলে ইয়াছিন তার বড় ভাইয়ের স্ত্রী শারমিনকে ছুরিকাঘাত করে। মঙ্গলবার রাত সোয়া দশটার সময় তাকে স্বজনরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। নিহত শারমিন ফরিদগঞ্জের কেওড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে শারিমনের বিয়ে হয় সৌদি প্রবাসী রামচন্দ্রপুরের ইউসুফের সাথে। ঘটনার পর পর এলাকাবাসী অভিযুক্ত ইয়াছিনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

Recent Posts

Leave a Comment