মতলবে যুবক আটক
মতলব প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোয় এক যুবকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করা হয়েছে। তার নাম মুক্তার হোসেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে তাকে পলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় ।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর ফতেপুর গ্রামের মো. মকবুল হোসেন প্রধানের ছেলে মো. মুক্তার হোসেন প্রধান (৩৯) তার নিজ নামীয় ফেসবুক আইডিতে গত ২৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির ছবি বিকৃত করে পোস্ট করেন। লুধুয়া গ্রামের যুবলীগ নেতা বাদশা মিয়া ওই ছবি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ মুক্তারকে ওইদিনই আটক করে। এরপর বিষয়টি পুলিশের বিশেষ পর্যবেক্ষণে রাখে। গত ৩০ আগস্ট যুবক মুক্তার হোসেনকে আসামি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।
মামলার বাদী ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ প্রধান বলেন, ফেসবুকে ছবিগুলো দেখে প্রথমে বাদশা মিয়া ও আমি থানা পুলিশকে জানাই। এরপর পুলিশ তদন্ত করে মুক্তারকে আটক করে। বিষয়টি নিয়ে আমি খুব মর্মাহত। বিভিন্নভাবে জানতে পেরেছি, এর আগেও গত ২০১৫ সালে মুক্তার তার আইডিতে এ ধরনের ছবি পোস্ট করেছিল।
মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলা তদন্ত চলছে । মামলা তদন্তের স্বার্থে আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।