মোরেলগঞ্জে জাপায় যোগ দিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মী দল বদল করেছেন। নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. রুনু হাওলাদারের নেতেৃত্বে তারা যোগ দিয়েছেন জাতীয় পার্টিতে (জাপা)।
রবিবার দুপুরে উপজেলা জাপা সভাপতি ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা সোমনাথ দে’র হাতে ফুলে তোড়া দিয়ে তারা জাতীয় পার্টিতে নাম লেখান।
এ উপলক্ষে উপজেলা জাতীয় পার্টি দলীয় কার্যালয়ে এক যোগদান সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন যুবসংহতি কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিয়ার হোসেন, শফিকুর রহমান লুলু, হাসিনা বেগম, সাইফুল ইসলাম ফরাজী, মীর মনির হোসেন, রফিকুল ইসলাম গাজী, আবুল হোসেন ও লোকমান হোসেন বেপারী।