মতলবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
মতলব দক্ষিণ সংবাদদাতাঃ
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শওকত আলী বাদল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম। সরিষা চাষীদের ১ কেজি বীজ, ২০ কেজি বিএটি সার ও ১০ কেজি এমওপি সার, ভুট্টা চাষীদের ২ কেজি বীজ, ২০ কেজি বিএটি সার ও ১০ কেজি এমওপি সার ও মুগ চাষীদের ৫ কেজি বীজ, ১০ কেজি করে বিএটি ও এমওপি সার এবং ডিকি বেগুন চাষীদের ২০ গ্রাম বীজ, ১৫ কেজি করে বিএটি ও এমওপি সার বিতরণ করা হয়। আগামী ৭ দিনের মধ্যে এ উপজেলার ১ হাজার ১শ’ ৭৩জন চাষীর মাঝে বীজ ও রাসায়নিক বিতরণ করা হবে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।