চাঁদপুরে ৫০ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

 In কচুয়া উপজেলা, চাঁদপুর, দেশের ভেতর, প্রধান খবর

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরে একসাথে ৫০ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের উদ্বোধনের মাধ্যমে ৪ হাজার পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৭ কোটি ৩৫ লক্ষ টাকা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় দীর্ঘ এই বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যে সকলের ঘরে বিদ্যুৎ পৌছানোর সরকারের অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। বিদ্যুতায়নের ফলে মতলব উত্তরের চারপাশের নদীকে কেন্দ্র করে কল-কারখানা গড়ে উঠবে। এর ফলে গ্রামীণ কর্মসংস্থান বাড়বে, অর্থনীতি গতিশীল হবে।
বিদ্যুৎকে উৎপাদনশীলতায় কাজে লাগিয়ে নিজেদের আর্থিক অগ্রগতি সাধনের মাধ্যমে দেশের অর্থনীতি প্রসারের উপর মায়া চৌধুরী গুরুত্বারোপ করেন। বিদ্যুৎকে সকল উন্নয়নের চাবিকাঠি হিসেবে উল্লেখ করে এর অপচয় রোধ তথা ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন মন্ত্রী।
অনুষ্ঠানে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আবু তাহের, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস উপস্থিত ছিলেন।

Recent Posts

Leave a Comment