বিয়ে করলেন বিরাট-আনুশকা

 In প্রধান খবর, বিনোদন

অবশেষে বিয়ে করলেন দুই জগতের দুই তারকা বিরাট কোহলি আর আনুশকা শর্মা। এই ক্রিকেট-বলিউড জুটির বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ইতালির তাসকানিতে বিলাসবহুল রিসোর্টে সাতপাকে বাঁধা পড়েন বিরাট-আনুশকা। খবর: জিনিউজ চব্বিশ ঘণ্টা

ইতালি রওনা হলেই বিরাট আর আনুশকার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এনিয়ে দু’জনে মুখে কুলুপ আঁটলেও শেষ পর্যন্ত সংবাদমাধ্যমের নজর এড়াতে পারেননি।

শোনা যায়, শনিবার নাকি বিয়েটা সেরে ফেলেন বিরাট-আনুশকা। তবে বিষয়টি নিয়ে বিরাট কিংবা আনুশকার পরিবারের লোকজনও কোনো মন্তব্য করেননি।

অবশেষে সোমবার সন্ধ্যার পর নিজেদের টুইটারসহ ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেন বিরাট-আনুশকা। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।

দু’জনের সম্পর্ক নিয়ে শুরুতেই আলোচনা ছিলেন বর্তমান সময়ের অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা ক্রিকেট তারকা বিরাট কোহলি আর বলিউেডর সফলতম অভিনেত্রী আনুশকা শর্মা। অবশ্য মধ্যখানে এই জুটির ভাঙনের খবর চাউর হয়েছিল। অবশেষে মালাবদলের মধ্য দিয়ে সেই সংশয়ের অবসান হলো।

Recent Posts

Leave a Comment