চাঁদপুরে স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসূচি
চাঁদপুর প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সোমবার সূর্যোদয়ের পরেই শহরের অঙ্গিকার পাদদেশে ৩১ তোপধ্বনির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
এরপর মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্গিকারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাছির উদ্দিন আহমেদ ভূইঁয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদসহ সর্বস্তরের মানুষ।
সকাল ৭ টায় শহরের ট্রাকরোডস্থ প্রথম শহীদ কালাম-খালেক-সুশীল-শংকর ভাস্কর্যেও পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও সকাল ৮ টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও সার্কিট হাউজে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা ‘পদ্মা’ এখন চাঁদপুরের ডাকাতিয়া নদীতে অবস্থান করছে। জাহাজটি সোমবার সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত করে দেয়া হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।