চাঁদপুর জেলা ব্র্র্যান্ডিং- ইলিশে সফলতা!
চাঁদপুর প্রতিনিধি ॥ গত দুই বছর পূর্বে জেলা ব্র্যান্ডিং এর কার্যক্রম শুরু হয় চাঁদপুর জেলায়। আর এ ব্র্র্যান্ডিং শুরু হয় রূপালী ইলিশকে কেন্দ্র করে। আর ব্র্যান্ডিং পন্য ইলিশ উৎপাদন বেড়েছে দ্বিগুন। ২০০৮-২০০৯ অর্থ বছরে ইলিশ উৎপাদন ছিলো ১৪৫৮৩ মে. টন, এখন তা বৃদ্ধি পেয়ে ২০১৬-২০১৭ অর্থ বছরে ২৮০১৬ মে.টন উন্নতি হয়েছে। আর সাফল্যের কারণে জেলা ব্র্যান্ডিং এর মধ্যে চাঁদপুর জেলা সর্বপ্রথম রয়েছে। এ জেলার সাবেক ডিসিসহ ৪জন কর্মকর্তা দেশে প্রথম বারের মত সরকারের জনপ্রশাসন পদক অর্জন করেছেন।
মঙ্গলবার (২০ মার্চ) দুপুর ১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ব্র্যান্ডিং কমিটির ২৫তম সভায় কমিটির সদস্যদের বক্তব্যে এসব তথ্য জানাযায়।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মইনুল হাসান এর সঞ্চালনায় সভায় কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চিকিৎসক পিযুষ কান্তি বড়–য়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সনাক সভাপতি কাজী শাহাদাত, সাংবাদিক বিএম হান্নান, সোহেল রুশদী প্রমূখ।
সভায় স্থানীয় সরকার বিভাগ এর নির্বাহী প্রকৌশলী জিএম মুজিবুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম. মাহফুজুর রহমান, মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাসুদ আলমসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বক্তব্যে বলেন, আগামী ১ এপ্রিল প্রধামন্ত্রী শেখ হাসিনা হাইমচর উপজেলায় জাতীয় কমডেকা উদ্বোধন করবেন। এছাড়াও শহরের স্টেডিয়াম মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এ নিয়ে এখন সরকারিভাবে ব্যাপক প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। আমরা জেলার সকল উন্নয়ন এর চিত্র প্রধামন্ত্রীর সামনে তুলে ধরার চেষ্টা করবো। এছাড়া ও সকলের পরামর্শের ভিত্তিতে চাঁদপুরকে পর্যটন জেলা হিসেবে ঘোষণা দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট বার্তা পৌছানোর চেষ্টা করা হবে। পরবর্তী সভায় জেলা ব্র্যার্ন্ডিং সকল কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।