চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এমএ লতিফ।
সাধারণ সম্পাদক অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরামের পরিচালনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি মিজান লিটন, সহ-সভাপতি জামাল আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিত রায়, তালহা যুবায়ের, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য কেএম সালাউদ্দিন, একে আজাদ, কেএম মাসুদ, সদস্য আব্দুস ছোবহান রানা, শাওন পাটওয়ারী, কেএম শাহেদ, শেখ আল মামুন, মুহাম্মদ আলমগীর, এমএম কামাল, সজীব খান, আশিক বিন রহিম, মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী, এমআর ইসলাম বাবু, এসএম সোহেল, সাইদ হোসেন অপু, আবদুল কাদের (কাদের পলাশ), এমআই দিদার, মানিক দাস প্রমুখ ।
উক্ত সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়, নতুন কমিটি গঠনকল্পে আলোচনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সদস্যরা। এ সময় উপস্থিত সকলের সিদ্ধান্তমতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশকে আহ্বায়ক ও বিদায়ী সভাপতি এমএ লতিফ ও সাধারণ সম্পাদক অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরামকে সদস্য করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি করা হয়। আগামী এপ্রিল মাসে সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে।