জোড়া বিস্ফোরণ, ৯ সাংবাদিকসহ নিহত ২৯!

 In দেশের বাইরে, প্রধান খবর, লিড নিউজ

চাঁদনিউজ ইন্টারন্যাশনাল ডেস্কঃ

আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণে ৯ সাংবাদিকসহ অন্তত ২৯ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার (৩০ এপ্রিল) সকালের দিকে এ বিস্ফোরণ ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, রাজধানী কাবুলের শাশ দারাক এলাকায় সোমবার সকালের দিকে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২৯ জন নিহত ও আরো ৪৯ জন আহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি কাবুল থেকে বলেছেন, ‘সশস্ত্র জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা অধিদফতরের (এডিএস) কাছে এক আত্মঘাতী হামলাকারী প্রথম বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে।

এ ঘটনার ২০ মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছানো মেডিকেল কর্মী ও সাংবাদিকদের লক্ষ্য করে দ্বিতীয় হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। দ্বিতীয় এ হামলাকারীর পরনে সাংবাদিকদের পোশাক ছিল।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি বলছে, কাবুলে নিযুক্ত তাদের প্রধান আলোকচিত্রী শাহ মারাই বিস্ফোরণে মারা গেছেন।

Recent Posts

Leave a Comment