হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড

 In চাঁদপুর, জাতীয়, প্রধান খবর

 

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে হাইমচরে সিএনজি চালিত অটোরিক্সা চালক সোহেল খান (২২) হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুর দুইটার দিকে চাঁদপুর জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খান এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, আক্তার হোসেন, খলিলুরর রহমান ও রাসেল এলাহী। তাদের প্রত্যেকের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বাজায়াপ্তি এলাকায়।

মামলার এজাহারে জানা যায়, ২০১৪ সালের ১৪ এপ্রিল হাইমচরের বাজায়াপ্তি এলাকায় সোহেলের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। ২৪ এপ্রিল সোহেরের বাবা আলম খান ২৮জনকে আসামী করে হাইমচর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আবদুল হালিম সরকার দায়িত্ব পালন করেন। পরে আবদুল হালিমের বদলিজনিত কারণে উপ-পরিদর্শক প্রেমানন্দ একই বছর ১৩ সেপ্টম্বর সাজাপ্রাপ্ত তিনজনের সম্পৃক্ততা থাকার কথা উল্লেখ করে আদালতে চার্জসীট দাখিল করেন। দীর্ঘ শুনানি এবং ২০জনের সাক্ষগ্রহণ শেষে মঙ্গলবার আদালত তিন আসামীর অনুপস্থিতিতে ৩০২/৩৪ ধারায় আদালত রায় ঘোষণা করেন।

বাদী পক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর আমান উল্লাহ আমান। তিনি জানান, মামলার রায়ে আমরা সন্তুষ্ট।

Recent Posts

Leave a Comment